করোনার আজ টিকা এসেছে
——
করোনার আজ টিকা আছে
হাসছে বিশ্ব ও দেশ,
আজ হোক আতঙ্ক-অবসান
এ কামনা সবিশেষ।
আজ স্মরণ করি শ্রদ্ধায়
সে সব মহৎ হৃদয়,
চিকিৎসক, নার্সের সাথে
কাজ করেছেন সদয়।
ছিলোনা সরঞ্জামাদি তখন
কঠিন সেসব দিন,
বেড ছিলোনা রোগীর ভীড়ে
খেটেছে রাত ও দিন।
অনেকে যখন লকডাউনে
তারা ছুটেছেন রণে,
জীবনও দিলেন ডাক্তারশত
রয়েছে মোদের স্মরণে।
কেউ ছুটেছে দুঃস্থের পাশে
দিয়েছে খাবার, ত্রাণ,
বেঁচেছে মানুষ, হেসেছে সবে
গেয়েছে সাম্যের গান।
কেউ বা দিয়ে অক্সিজেনের
সিলিন্ডার, মেশিন কত!
কেউ বা কেঁদেছে পরের দুঃখে
ব্যথিত হৃদয়ে শত।
অচেনা জনের দাফন সৎকার
করেছেন সেসব সুহৃদ,
জীবনঝুঁকিতেও ছুটেছে তারা
বিশ্বমানবতার মুরীদ।
হেরেছে করোনা, জিতলো মানু্ষ
এসেছে টিকা আজ,
তাদের তরে সালাম, হে বীর,
শ্রদ্ধা, হে রাজাধিরাজ।
আজ এ দিনে স্মরণ করছি
সেসব বীরের প্রতি,
বেঁচে থাকুক তারা শত হৃদয়ে
সম্মানে, স্মৃতিতে অগনতি।
——————-
করোনায় মানুষের সেবায় নিয়োজিত বীর চিকিৎসকসহ মানুষের পাশে দাঁড়ানো সেসব প্রকৃত বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলী।
——-
মোঃ নাজিম উদ্দিন
২৯ জানুয়ারী ২০২১