কতটুকু জমি দরকার?
ছুটেছো, তো ছুটেছোই
দিব্যি, দিব্যজ্ঞান ভুলে প্রতিটা দিন
কখনো সময়কে, কল্পনাকে বিলীন,
সম্পদ পেতে, সজ্ঞানে ছিলে জ্ঞানহীন
ছুটেছো, ছুটছো তুমি, বাধাহীন।
বলা হলো, অনন্তের পথে মুসাফির
দিগন্তের পথে জগত তোর চিহ্নহীন!
তবু্ও, তুমি চেয়েছো জগতটাকে
কুঞ্জে, পুঞ্জিভূত করতে লোভের পাহাড়!
সব বারণ যখন কারণ হতে পারেনি
তোমাকে বলা হলো, ছুটতে সম্মুখে,
ছুটবে যতটুকু, ফিরতেও হবে তা-ই
তবেই সম্পদ সব, জায়গা সবটাই।
তোমার চোখ তখন স্বপ্নে বিভোর
ভাবনা শুধু রঙিন, সম্পদ পেতে সীমাহীন:
সব ভুলে, সব খুলে, ছুটেছো সমর
ভেবেছিলে অগাধ পাবে, থাকবে অমর!
হৃদয়কে হত্যা করে, দেহকে বিলীন
চেয়েছো বাঁচাতে জীবন, প্রাণহীন?
দৌড়েছো সব ফেলে, ভুলেছো জীবন
পেয়েছো অঢেল ধন, তবে প্রাণ হলো হরণ!
তোমাকে চিনেছে, তারা নয় যে স্বজন!
ততটুকু জমি পেলে হারিয়ে প্রাণ
যতটুকু কবর হয়, কিংবা শ্মশান!
কতটুকু জমি দরকার, কত ধন-যশ?
জীবন চলেই যায়, সরস বা নিরস!
হৃদয় ছিন্ন করে ভুবন ফেলে চলে,
কতটা জীবন পাবে, ধনের কৌশলে?
কতটা সকাল তোর সুপ্রভাত বলো?
কতটা গোধুলী রবির রংটা কালো?
কতটা সাঁঝের মায়া, দেখেছো কবি?
কেন বা ভোগের মায়ায় ভুলেছো সবি?
তোমার নয় জগতসব, জীবন সারা
ভোগ নয়, উপভোগেই অজস্র তারা।
জীবনটা সবার আগে, মিশ্রিত ক্ষণ
প্রাণশেষে তোর বাকি সব বিস্তৃত ধন।
—
মোঃ নাজিম উদ্দিন
১০ এপ্রিল ২০২১