ক’জন তোমার আপন?

Aug 26, 2022 | কবি ও কবিতা

ক’জন তোমার আপন?

বুঝে তোমায় ক’জন?
তোমায় শুধু আপন বানায়
ক’জন আসল স্বজন?

রুক্ষহৃদে, কিবা রুদ্ধমনে
মনের ভবে আড়ষ্টবোধে
সমুখপানে, হাস্যোবদনে
মতলব বুলি আড়ালক্ষণে
বুঝতে গিয়ে কাটলো বেলা
আঁধার আলোর ক্ষণ;
বুঝে তোমায় ক’জন?

তোমায় শুধু আপন বানায়
ক’জন তোমার আপন?

তুমিও বা উত্তম কেমনে?
স্বার্থের তরে সঙ্গখোঁজে
মেকি কথা মেকি রূপে
উদ্দেশ্য যত সঙ্গোপনে
কেমন করে আড়াল করো
কুজন মনের আবাসন?

আপন বানাও আপন সাজো
তোমরা কে কার আপন?


মোঃ নাজিম উদ্দিন
আগষ্ট ২৬, ২০২২

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags