এ ধরায় রেখো ততদিন

Jan 20, 2023 | নতুন কিছু

এ ধরায় রেখো ততদিন


হে আল্লাহ, হে রহমানঃ
এমন কোন গোপন আমল আমার নেই,
যা শুধু আমি আর তুমি ছাড়া
আর কেউ জানে না;

এমন কোন গোপন দান আমার নেই, যা কাউকে বলিনি,
এমন কোন জ্ঞান নেই, যা জানো শুধু তুমিই;
এমন কোন গল্প নেই, যা শুধু আমলনামা,
কখনো প্রকাশ হয়নি, জানা নেই কারো;

শুধু আছে লোকদেখানো আমল, দান, জ্ঞান
শুধু আছে লোভ, হিংসা, অহংকারের ঢালি
শুধু ক্ষণিকালয়ের প্রাচুর্যে দৌড় আর চোরাবালি!
কিছুদিন থাকতে এসে সেজে যাই রাজা রাজাধিরাজ!
মখলুকাত তোমার জানি, মানিও
তবুও কয়েক বিঘা, গন্ডা বর্গফুটে কদিনে হায়াতে এসে
মালিক সাজি, চেতনে অবচেতনে, শয়নে জাগরণে!

তবু কখনো তোমার সাম্রাজ্য হতে বিচ্যুত করোনি, হে দয়াল প্রভু;
তবুও অহংকারী সৃষ্টিকে ধ্বংস করে দাওনি, হে গফুর!
ক্ষমার বিশাল দরজা উন্মুক্ত রেখেছো সর্বক্ষণ, হে মহান!

ইচ্ছা অনিচ্ছার ভুল, পাপে তাপে মশগুল
তবুও তোমার দয়ার আশায় পেতেছি হাত
তোমার দয়ার মতো বড়ো নেই কোন কিছু
সব মার্জনা চেয়ে হৃদয় হোক তব পিছু পিছুঃ

তোমার এ অতিক্ষুদ্র সৃষ্টির এ প্রার্থনা, হে অসীমঃ
এ ধরায় রেখো ততদিন, যতদিন তোমার দয়া চলে বিরামহীন।।।


মোঃ নাজিম উদ্দিন
জানুয়ারি ২০, ২০২৩

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags