এটা দুনিয়া, জান্নাত নয়। (পর্ব-১)

May 18, 2023 | আত্মউন্নয়ন ও মোটিভেশন, ধর্ম, জীবন এবং জীবনভাবনা

View : 105
 

এটা দুনিয়া, জান্নাত নয়…
(পর্ব-১)
——

এটা পরীক্ষার জায়গা; ভোগ-বিলাসিতার ক্ষেত্র নয়: এটা ক্ষণস্থায়ী, দীর্ঘমেয়াদের নয়

জান্নাতের মতো চাওয়া মাত্রই এখানে পাওয়া যায়না; এটা দুনিয়া।

এখানে মানুষ উপকার স্বীকার করতে চাইবেনা। বরং অপকারও করতে পারে।।

এখানে মানুষ আপনাকে হিংসা করবে।
আপনজন কষ্ট দিবে। আপনার কষ্ট দেখে কেউ কেউ খুশিও হতে পারে!

এখানে কিছু মানুষ ঠকাবে বা ঠকাতে চাইবে, কিন্তু কেউ ঠকতে চাইবেনা!

এখানে মানুষ আপনাকে হারাতে চাইবে। কিন্তু আপনি জিতলে অনেকেই খুশি হবেনা।

এখানে Destiny ও Free will এ দুয়ের অজানা সমন্বয়; যেসব বিষয় destined (যেমন, জন্ম, মৃত্যু, রিজিক/ তকদির), সেসব মেনে নিতেই হবে; আর সে সবে Free willed (যেমন পুণ্যের কাজ, পরকালের জন্য পাথেয় সংগ্রহের কাজ), সেসবে চেষ্টায়, সাধনায় অর্জন করতে হবে।

এখানে দম্ভ বা অহংকার সাময়িক ভীতিসঞ্চার করলেও বিনয় বিজয় লাভ করে।

এখানে ধৈর্য তিক্ত হলেও মধুর ফলাফল দান করে; লোভ মধুর হলেও তিক্ত ফলাফল আনে।

এখানে অনেক লোকদেখানো বিষয় ও মানুষকে আপন মনে হবে, কিন্তু যারা সত্যিকারের আপন, তারা প্রদর্শনে নয়, আন্তরিক সহায়তা দিয়েই প্রমাণ করে।

—-
মোঃ নাজিম উদ্দিন
মে ১৮, ২০২৩