ঊনঅধ্যায়

Dec 3, 2022 | কবি ও কবিতা

View : 45
 

ঊনঅধ্যায়!

কুয়াশার চাদরে ঘেরা ধোঁয়াশে ভোর
সহস্র বেদনার মাঝে উঞ্চতা আলোর,
তবুও সংযমে সংগ্রামে প্রতিটি ক্ষণ
মায়ার এ ভুবনে ধাঁধায় অধৈর্য মনন।

কোনখানে চলছে ঘোড়া বিনোদন যেনো
বিশ্বকাপে কাঁপে মাঠ, ঘর, মুঠোফোনও!
শীতবস্ত্র বদলায় কেউ অপচয় ঘোরে!
কাঁপছে দুঃস্থ আজ ফুটপাতে, ফ্লোরে!

মুদ্রাস্ফীতির চাপে দীর্ঘ মধ্যবিত্তের সারি,
লজ্জা চেপে রেখে ছুটছে কি পুরুষ, নারী!
কেউবা শীতকালে ভাবে ভ্রমণ পরিকল্পনা!
কেউ মরে অন্নকষ্টে, সাধ, সে তো কল্পনা!

বিদেশেও পাড়ি জমায়, শখে, সুখে কেউ
কেউ বা বিনিদ্র রাতে, গুণে দুখের ঢেউ।
সময়ের মধ্যাহ্নে ভাবে উঁচু নিচু সমান,
সায়াহ্নে সে বুঝে, হায়, সহস্র অপমান!

সময়ের নিঠুর থাবায় নিথর বর্ণমালা!
কখনো বা মেঘ-বৃষ্টি, কখনো রোদমালা!
জীবনের এ মরুভূমে কখনো মরুদ্যান!
কখনো খরা বা রোদে ব্যথার উপাখ্যান!

নেয়া দেয়ার জীবন কভু মেনে নেয়া দায়!
পূর্ণতা পায় কখনো, কখনো ঊন-অধ্যায়!


মোঃ নাজিম উদ্দিন
ডিসেম্বর ৩, ২০২২