আসল সুখে হাসো

Sep 2, 2020 | কবি ও কবিতা | 0 comments

View : 318
 

আসল সুখে হাসো



দশের আজ কি বা দুঃখ, নিজেরে নিয়েই থাকো,
কেউ কাঁদছে, কেউ ভাসছে, তুমি চুপটি থাকো!
কেউ মরছে বানের জলে, কেউ বা পাহাড় ধ্বসে,
কেউ বা আহারহীনে ভুগছে, তুমি রইলে বসে;
কেউ বা ভোগে পানির রোগে, হালিশহরে দেখো,
কেউ বা জলে কাটছে সাঁতার, সংবাদেও দেখো;
কেউ বা মরে শীতে-আজ
তাদের কি মনে রাখো?
সিঙ্গেল ডিজিট তাপমাত্রা
উত্তরবঙ্গে দেখো।

তুমি চলো আপন কাজে, সময় নাইকো দেখো!
তাইতো পরের দুঃখ দেখে, তুমি চুপটি থাকো!

সবাই যখন মরবে মশাই, তুমিই শুধু বাঁচবে?
কেউবা দেখার না থাকলে, কার তরে বা সাঁজবে?
সবাই যখন থাকবে না ভবে, কি হবে তবে ধন,
মানুষ ছাড়া ধরণীতে, কে হবে আপন?
সবাই যখন বাঁচতে মরে, তুমি মর বাঁচতে,
সবার যখন কাঁদছে বাপু, তুমি চাও হাসতে!
কেউ বা যদি না-ই বা দেখে, কি বা হবে খেলে?
কী বা হবে মঞ্চাভিনয়, দর্শকবিহীন হলে?

আসল সুখে বাঁচতে হলে চোখটি এবার খোলো,
পাশে যে জন পড়ছে মরে, তারে এবার তোলো:
চুপটি মেরে নাই বা বসে তাদের ভালবাসো
তাদের দুখে দুখী হয়ে,

আসল সুখে হাসো….