‘আমি ভালো আছি’
যান্ত্রিকতা, ব্যস্ততা, পরিবেশ দূষণ, ট্রাফিক জ্যাম, শিক্ষাঙ্গণে যানজট, মুদ্রাস্ফীতি কিবা দ্রব্যমূল্যের র্ঊর্ধ্বগতি ইত্যাদিসহ অনেক সমস্যা, সাম্প্রতিক করোনা ভাইরাসে আতঙ্কের মাঝেও দেখি আত্মতৃপ্ত একদল মানুষের সহাস্য বদন; যেকোন পরিস্থিতিতে জিজ্ঞাসা করবেন, তারা বলবেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো আছি’।
সেল্ফ এক্চুয়েলাইজেশনের এ স্তরে উঠা সে সব স্ব-সফল, আত্ম-সুখী মানুষকে দেখলে বেঁচে থাকার প্রেরণা পাবেন যুগ যুগ ধরে…
অর্থ-কষ্ট, সংসারে অশান্তি, চাকুরি হারানোর মুহুর্মুহু ভীতি, রোগে-শোকে স্তব্ধতা ঘনীভূত হওয়ার যৌক্তিক কারণ থাকার পরও কিছু আন্তরালোকিত ব্যক্তিত্বকে দেখবেন, জিজ্ঞাসিত হলে বলবেন, আছি ভালই।
মহাশুণ্যে যাত্রা হওয়া মহাযাত্রিকের ঝুঁকি আর রোমাঞ্চের ঘনঘটা, সুগভীর মহাসাগরের তলদেশে অভিযানের পূর্বে ডুবুরীর যাত্রাপূর্ব সহাস্য স্থিরচিত্র, মাউন্ট এভারেস্টে আরোহণের সাগ্রহে বিশেষ পোষাক পড়ে যে আনন্দের ছবি দেন, সে সব দেখে কখনোই মনে হবে না যে, এ মহাযাত্রিক, কিংবা ডুবুরী বা পর্বতারোহী হয়তো আর ফিরে অ
আসার সম্ভাবনাও হয়তো খুবই ক্ষীণ।
চ্যালেঞ্জ আর রোমাঞ্চের আনন্দের কাছে জীবনের ঝুঁকিকে খুবই কমই গুরুত্ব দেন তারা; হয়তো তারা মনে মনে বলেন: ‘ভালই তো আছি’..
বঙ্কিমচন্দ্রের ‘”উপকূলে” প্রবন্ধের ‘নবকুমার’, ‘দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি’ এর বৃদ্ধ জেলে, আলফ্রড টেনিসনের নবিন যোদ্ধা প্রমুখ চরিত্র যুগে যুগড় নিজের অন্তর্গত সুখে তৃপ্ত হতেন, হতেন ঋদ্ধও। তাদের তৃপ্তি অন্তরজাত, তাদের শান্তি স্বর্গাগত।
জীবনে এমন ইতিবাচক মানুষের পরিচয় নানা সময়ে হবে, নানা স্থানে, নানা অনসঙ্গে। ৯০ বছরের তরুণকে প্রেমোপন্যাস কিংবা জন কিটসে বা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ পড়তে দেখে যদি ভাবেন, “এ বয়সে এমন বই পড়ে কি হবে?” বা “কয়দিন আর বাঁচবেন?” ধরণের প্রশ্নের উদ্রেক হবে হয়তো আপনার; কিন্তু শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচার আনন্দ, জানার আনন্দ, শেখার আনন্দ ইত্যাদি সে সব ব্যক্তিত্বের মাঝে যে উচ্চতায় বিদ্যমান, তা ‘বয়স্ক মানসিকতার’ স্বল্পবয়সী ত্রিশের কোটার বয়স্কদের মধ্যেও পাওয়া ক্ষেত্রবিশেষে বিরল! অনেক বৃদ্ধকে ইংরেজি প্রতিশব্দ শেখার আগ্রহ দেখে যদি ভাবেন, “মরার সময় হয়েছে, এখন এ পড়াশুনা করে কী হবে?” তাহলে ভুলের রাজ্যে আছেন আপনি; আপনি তাহলে অচেনা, অদেখা ভুবনের সাথে দেখা হওয়ার কোন আগ্রহ ছাড়াই, বয়সের ফ্রেমে আবদ্ধ আপনার মনন! তাদের বিশ্বাস সেখানেই, যেমনটা টেনিসনের ‘.. to.strive, to seek, to find and not to yield’ কিংবা Hamingway এর ”Man can be destroyed, but not defeated’ ‘- শব্দাগুনে….
আপনাকে নেতিবাচকতা বা ‘ভাল নেই’ স্ট্যাটাসে রাখার মানুষের আধিক্য সর্বত্রই; তবে ইতিবাচকতার মাঝে ‘আমি ভাল আছি’ বলার সাহস দিতে হবে নিজেকেই, বেশির ভাগ ক্ষেত্রে নিজেকেই.. আর, আপনার মত ভালো থাকতেই কত সংগ্রাম সংকল্প করতে হয়েছে কতজনকেই…
ভাল থাকুন।
বলুন, ‘আমি ভাল আছি’…
—————–
মোঃ নাজিম উদ্দিন
মার্চ ১৩, ২০২০