Warning: Undefined array key "zzz" in /home/shantobro/lekhokbangladesh.com/wp-includes/load.php on line 1268
আমি কবি নই — লেখক বাংলাদেশ

আমি কবি নই

Nov 1, 2020 | কবি ও কবিতা

আমি কবি নই

আমি কবি নই
নই কবিতার প্রতিবেশিও
কাব্যের আঁতুর ঘর আমার নয়
তবুও যেন এক অশান্ত পরিচয়
আবদ্ধ করেছে গাদ্যিক আমিকে
যদিও আমি কবি নই।

কবিতাও আমার নয়…
কিংবা হয়নি আমার
কবিতার ঘোমটা খোলার অধিকারে
দীর্ঘস্থায়ী কোন পরিণয়;
তবে প্রেমের অবাধ্য দৌড়ে
সব শেকল ছিড়ে, ছুটেছি অ-নীড়ে
লুকোচুরি, আড়চোখে দেখাটা হয়
তবে এ নয় অনিষিদ্ধ পরিণয়!

কবিতাকে আমি কখনো চাইনি
গৃহবধূ করে রাখার নেশায়,
দুর্বোধ্য, ঘোমটায় লুকানো অধর
ধরার প্রত্যয়ে আমি ছিলাম না..
কবিতায় আমার শুরুটা হোক, শেষ নয়
শব্দের মুর্ছনায় হোক কবিতার তাল, লয়।

—————————-
মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ২০২০

 

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags