আমার শব্দমালা

Dec 10, 2021 | নতুন কিছু | 0 comments

আমার শব্দমালা 

অপমান শব্দটার সাথে আমার সম্পর্ক বড়ই বৈরী
লজ্জার সাথে ঠিক উল্টো;
‘পরাজয়’ শব্দটা আমার হৃদ-ভবনের
চল্লিশ গজের মধ্যে রাখতে চাই না
কখনো…

বিনয় শব্দের সাথে আমার সখ্যতা

প্রতি রন্ধ্রে রন্ধ্রে স্থাপনের আশাবাদ..
শিরায় যুক্ত হোক- প্রত্যয় সর্বদা।
অহংকারের ভাবকে প্রচন্ড ঘৃণা আমার, বৈরিতা উদ্ধ্যত্যের সাথেও.
অহি নকুল সম্পর্ক রাখার প্রত্যয়ে..
দূরে ঠেলে দিয়েছি আজীবন…

তবুও কিছু অনভিপ্রেত পরগাছা
পুশ ইন করতে চায় এ হৃদমাজারে..
হিংসা, লোভ, পরশ্রীকাতরতা বা
তদ্রুপ, কিংবা সেরূপ..
অন্তর্গত কিবা বহির্গত, নিয়ত দ্বন্ধ..
বেশিরভাগ সময়ই পরাভূত করে
এসব আমাদের, সকলকে..
এ যুদ্ধ চিরায়ত, এ দ্বন্দ্ব অবিরত..

শুধু দু’চারটি শব্দেরই মূল্য হোক তাদের পসরাতেই গেঁথে যাক জীবন পুষ্পমাল্য..

শুধু সর্বদা সাথে থাকুক ভাষা.
স্বপ্ন আর অজেয় আশা
জীবনবোধ আর ভালোবাসা…


মোঃ নাজিম উদ্দিন
ডিসেম্বর ২, ২০২১

লেখাটি লিখেছেন