আমার নবী, প্রেমের নবী

Jun 9, 2022 | কবি ও কবিতা, ধর্ম, জীবন এবং জীবনভাবনা

View : 49
 

আমার নবী, প্রেমের নবী

——-

আমার নবী, প্রিয় নবী
প্রেমের প্রিয় রাসূল,
সদা জানাই, শ্রদ্ধা তোমায়,
দরুদ করো কবুল।

তোমার যে নাম, রবেরও প্রিয়
আহমদ, হে মুহাম্মদ (সাঃ),
শোকর খোদা, হয়েছি মোরা
তোমারই পাপী উম্মত।

তুমি যে প্রেমের ঝর্ণাধারা
পাপীর হৃদয়ের ফুল,
ইশকে তোমার পাগলপারা
কাঁদে উম্মতকূল।

তোমার প্রেমের সুধায় দেখি
নূর পিয়াসে মশগুল,
জান-মাল সঁপে, হলো কুরবান
আশেক-সাহাবীকূল।

ভালোবাসে যে, হৃদয় গহীনে
নেই ভয় কোন দিন,
দো জাহানে কামিয়াব হয়
দীনহীন পায় দ্বীন।

তোমার শান, মু’মিনের প্রাণ
জান দিয়ে রাখি অটুট,
প্রেমের ডোরে বেঁধে রেখো
নবুয়্যত বাগের মুকুট।

তোমার শান, মোদের ঈমান
যদিও পাপী উম্মত,
দৃষ্টতা কার, করে অসম্মান
কার আছে হিম্মত?

বিশ্ব মুসলাম, বহুদূরে বাস
ভুলে যাবে সে তফাৎ,
এক হবে সবে, সুমহান রবে
শানে রেসালাত।

তোমাতে মোদের অশেষ দরুদ
সালাম করো কবুল,
প্রেমের ঝর্ণায় মিটাও তৃঞ্চা
হে প্রাণের রাসূল (সাঃ)।


মোঃ নাজিম উদ্দিন
৯ জুন ২০২২