আপন কতজন?

Feb 3, 2022 | কবি ও কবিতা

আপন কতজন?

 

শত শত রক্তীয় আছে, আত্মীয় কয় জন?
মসজিদভরা মুসল্লী, ঈমানদার পাবে কয়জন?
তালিকা ভরা মুঠোফোন-স্বজন, বন্ধু কয়জন?
বন্ধু আছে ডজন হরেক, কে মেটায় প্রয়োজন?

থাকতে পারে অযুত নিযুত, হিসাব ভরা ধন,
কী হবে তাতে না মেটালে নিজের প্রয়োজন?
পুস্তকভরা জ্ঞানের বাহার, অগাধ জ্ঞানীজন!
“নহে বিদ্যা, নহে ধন, হলে প্রয়োজন”।

অযুত নিযুত স্বপ্ন থাকলে হয়না নিরূপণ!
আসল দেখো, নকল ভুলে, রং খোঁজা হে জন!
তোমার হাতেই জয় পরাজয়, তোমার প্রতিক্ষণ
সংখ্যাতে নয়, সত্যে পাবে, আপন কতজন।


মোঃ নাজিম উদ্দিন
ফেব্রুয়ারি ০৩, ২০২২

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags