আজকাল প্রায়শই…
সাধু অনেকটা বেশভূষায়!
ধন যথার্থতা পায় প্রদর্শনে,
দেশপ্রেম লোকদেখানোয়
পরহেজগারি ভূষণে, বচনে!
অস্বচ্ছল কিশোরের শক্তি বিনয়ে
ধনীর দুলালের স্মার্টনেস বেয়াদবিতে
আর দম্ভ অহংবোধদের ভাবসাবে!
‘সালাম’ সম্বোধনে তাদের লজ্জা
ইছড়ে পাকা ভাবই যে সজ্জা
তাদের ব্যবহারে অভিভাবকগণও
তুষ্ট, সন্তুষ্ট, নেই লেশমাত্র লজ্জা!
যোগ্যতা আজ তোষামোদে
জ্ঞানের প্রদর্শন বহুরূপে,
মানবতা দেয়ালেই সাঁটানো
নিপীড়ন আজ বীরদর্পে!
আজ রাজনীতি পরিবারনীতিই
আর ব্যবসাও রাজনৈতিকই!
যেভাবেই আসুক না সম্পদ
ম্যাকিয়েভিলি আজো প্রতিকীই!
আজকাল সংবাদও বেছে আসে
সামাজিক মাধ্যম থেকেই সংবাদে!
নিয়মের বাইরে ‘অসংকোচ প্রকাশে
দুরন্ত সাহস’ আজ জাদুঘরে!
আজকাল কবিতায় রোমাঞ্চ কই?
নেই প্রেম, প্রেমাষ্পদ, সখি, সই!
আজ গদ্যেও বেকন, ছফারা কই?
বিদ্রোহী কবিরাও ঘুমিয়েই!
আজকাল মাঠে মৌলিকতা কই?
হাইব্রিড ফলে বাজারেরা সয়লাব
দেশিতে মান বেশি, সংখ্যা কম
সংখ্যার পেছনেই সব কলরব!
আজকাল বেশি কিছু বলতে নেই
যে যার মতো ভাই চলুকনা!
কে কোথায় বাঁচলো বা মরলো
এতশত নেই কারো ভাবনা!
আজকাল মুখটাও নিশ্চুপ
কলমটা চলছে ধীরে ধীরেই
মানুষ আজ মানুষ নিয়ে ভাবেনা!
ভাবনাসব ধন আর ক্ষমতা ঘিরেই!
—
নাজিম
৩০ জুন ২০২৩