আকাশ যখন প্রশ্ন করে

Nov 9, 2020 | নতুন কিছু

আকাশ যখন প্রশ্ন করে

আকাশ যখন প্রশ্ন করে
মেঘটা উঁচু নাকি?
সহস্র মাইল নিচু ভূমে
কোথায় মোরা থাকি?

বৃক্ষ বুঝে যখন সূর্যরশ্মি
আকাশ ছোঁয়ার লাগি,
উঁচু থেকে বললে যখন
নীচুরে হতভাগি!

তোমার সমান নইকো কেউ
তুমিও নয়কো বড়ো।
যে যার নদে সমান ঢেউ
মনটাকে টুটে ধরো।

—-
মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ১১, ২০২০

—–

লেখাটি লিখেছেন

Latest Post

Related Tags