আকাশ যখন প্রশ্ন করে

Nov 9, 2020 | নতুন কিছু | 0 comments

View : 124
 

আকাশ যখন প্রশ্ন করে

আকাশ যখন প্রশ্ন করে
মেঘটা উঁচু নাকি?
সহস্র মাইল নিচু ভূমে
কোথায় মোরা থাকি?

বৃক্ষ বুঝে যখন সূর্যরশ্মি
আকাশ ছোঁয়ার লাগি,
উঁচু থেকে বললে যখন
নীচুরে হতভাগি!

তোমার সমান নইকো কেউ
তুমিও নয়কো বড়ো।
যে যার নদে সমান ঢেউ
মনটাকে টুটে ধরো।

—-
মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ১১, ২০২০

—–