অহংকার

Aug 14, 2023 | কবি ও কবিতা | 0 comments

View : 59
 

অহংকার

“চেনো আমায়? জানো কত ধনী?
আমার বাবা ও দাদা?
অট্টালিকার বসত বাড়ি কয়টা?
হিসাব রাখো, গাধা?

কয়টা নতুন গাড়ি আছে
কয়টা শখের ঘোড়া?
জানবে কেমনে, তোমার কি আর
আছে এসব তোড়া?

এই রোজাতে দিয়েছি কত
লুঙ্গি শাড়ি যাকাত?
রোজা রেখে নামাজ পড়েছি
কত শত রাকাত?

বন্যা আর করোনার দিনে
দিয়েছি কতো ত্রাণ!
কয়জন আছে দুখীর কষ্ট
করে দেয় পরিত্রাণ!

স্কুল আর মসজিদ মাদ্রাসা
আমার দানে গড়া!
এসব বলিনা, বললে লোকে
শুরু করে ভুল ধরা!”

এমন ছেলে, পুত্র নাতিতে
ভরা সমাজ দেশ!
কে করেছে এসব নিয়ে
অহংকারের বেশ!

করার সময় ছবি তুলে
ফি বছর দেয় পোস্ট!
জানাজায় নাই, মেজবানে যায়
খায় ভুনা আর রোস্ট!

এসব দেখে চোখে বুকে ব্যথা
কমেনা তাদের অহংকার,
ঐতিহ্য আর আভিজাত্যের
বিচিত্র সব ঝংকার!

দানে আনে, করো দান তাই
প্রকাশ্যে কিবা গোপনে,
কি আছে বলার, হে হাতেম তাই
ধ্বংস তবে অতিরঞ্জনে!


মোঃ নাজিম উদ্দিন
আগষ্ট ১৪, ২০২৩