অসময়, সমসময়

Jul 11, 2023 | কবি ও কবিতা | 0 comments

View : 102
 

অসময়, সমসময়


কখনো খেলাধুলায় ব্যস্ত কিছু সজ্জন
তামিম সাকিব নিয়েই বাহাস বহুক্ষণ!
কারো জীবন বিলাসিতায়, বাঁধহীন ভোগ
অপচয়, অপব্যয় মাঝে খানিক উপভোগ!

অনেকের কষ্টে দিন অন্ন ও আনন্দবিহীন!
প্রকাশ করতে পারে শুধু কিছু সহায়হীন!
মধ্যবিত্তের শুধু বুক ফাটে, ফাটেনা মুখ!
না বলা ভাষায় হারায় হাজারো স্বস্তিমুখ।

বিশ্বরাজনীতি নিয়েও খোশগল্পে কেউ
প্রতিবেশি নিয়ে বুকে উঠেনা হৃদে ঢেউ!
অভাবী মুমূর্ষু মরে, বাড়ে লাশের গন্ধ:
কেউ নিতে চায়না দায়, বদ্ধ সব স্কন্ধ!

প্রেয়সীর প্রিয় অধর বদন শুকালো কত!
প্রেমের কাব্যে তালা, বিরহও অবিরত;
মূ্ল্যস্ফীতির চাপে শত ছাত্র বেকার যুবা!
টিউশনের অভাবে ব্যাচেলর দেনায় ডুবা!

ওদিকে তোষামুদে দল খুঁজে ধনের সন্ধান
ত্রাণও তার, দানও, অভাবীর কই পরিত্রাণ?
সম্পদ কুক্ষীগত করে সর্বক্ষতির রূপকার!
পরের ধনে পোদ্দার, এতই অহংকার!

শোনার কান নেই সে অব্যক্ত মনের কান্না,
হাঁফ ছেড়ে বাঁচতে চায়, এভাবে আর না!
এ কথার শেষ নেই, নেই কাল কিবা পাত্র!
নেই সূর লয় তাল, ছন্দও নেই লেশমাত্র!

তবুও ছুটছি সবাই, এ যাত্রা যেন অনন্ত!
নেই বিরাম ছেদ তার, মৃত্যুতেই যেন ক্লান্ত!

 


মোঃ নাজিম উদ্দিন
জুলায় ১১, ২০২৩