অবহেলার গোধূলী
প্রভাত রাঙ্গায় সকাল, শিশির বিন্দুও
স্রোতে পূর্ণতা পায় যত নদ সিন্দুও!
ভাটির টানে কে চায় নায়ের স্বাদ?
বিকেলটা জীবনের বিবর্ণ অবসাদ!
প্রভাত পেলে প্রোজ্জ্বল রৌদ্রবেলা
কে বা করে মোর কর্মরে অবহেলা?
সূর্য মাথার উপর, শক্তি কে কমায়?
জ্বলন্ত কুন্ডলীরে সকলে যে ডরায়!
একদা অচিন হয় জীবন আমার
সূর্যের তেজ নেই, সাঁজের আঁধার!
গোধূলীর কাল বড়ই অবহেলার
জীবন সায়াহ্নে অভাব এক ভেলার!
তোমারেও দেখেছিনু মধ্যাহ্ন ক্ষণে
এ বেলায় অচিন সেই আমি কেমনে?
মুমুর্ষ রাজারে ভুলে প্রজা সভাসদ
সময়ে জোগাড় করো অনন্ত রসদ।
মোঃ নাজিম উদ্দিন
২৯ মে ২০২২