অপ্রকৃত প্রকৃতি

Dec 10, 2021 | নতুন কিছু | 0 comments

View : 127
 

অপ্রকৃত প্রকৃতি

কখনো কি আকাশকে বানিয়েছো ছাদ?
কিংবা ভেবেছো সমুদ্রকে অবারিত
জেনেছো অশেষ অতল সাঁতার ঘর?
তোমার পথে আসা পিঁপড়ের সারির
গড্ডালিকার সুশৃঙ্খলতায় নিয়ত যাত্রা
ভেঙ্গে দিয়েছো অবাধে, নিরবে?

যদি তুমি কিছুই করোনা কখনো
যদি দিগন্তজোড়া সবুজ মাঠ
যদি অবারিত ফসলের সোনালী বাগ
স্পর্শিত না হয় কখনো তোমার…
যদি পর্বতচূড়ায় ক্লান্ত আরোহণ
ক্লান্তি ভুলে আনন্দিত না করে তোমায়
তবে এ পৃথিবীর কিছু অধিকার
অপার প্রকৃতির কিয়দ ভগ্নাংশ
চমৎকার জীবনের অনেক বিরল অংশ
কখনো তোমার নয়, হে মানব!

প্রকৃতি যদিও প্রকৃত বহমানতায়
তবুও সীমানাহীনতায় কেন দেয়াল?
কেনই বা প্রকৃত প্রকৃতি হয় অপ্রকৃত
কেন আশার আলো ছাড়িয়ে হতাশার আঁধার
বেঁচে থাকা জীবকে করে জীবন্মৃত?

প্রকৃতি প্রকৃতই প্রকৃত যেখানে
গড়িয়ে, হেঁটে, দৌড় ঝাঁপে ছুটবার
বন্ধ হওয়ার আগে উপভোগ্য নিশ্বাস
তাড়া করুক রোমাঞ্চে, বহুবার, বহুবার।


মোঃ নাজিম উদ্দিন
ডিসেম্বর ৬, ২০২১