অনুরণন
তবুও আমি বেঁচে থাকি
তবু্ও বাঁচার স্বপ্ন দেখি
সাধের সৌধ গড়ার শপথে;
কখনো হারটা আমি মানিনা,
কখনো থেমেও তাই যাইনা
ছুটেছি ফেলে বাঁধা মাঝপথে।
তখনো আমি বলেছি তা-ই
কখনো মাঝপথে হারি নাই
ভুলতে চাই কিভাবে হয় পিছপা;
যেন সাহসটা কস্মিনেও না হারাই
কোনকালে নিজেকে না থামাই
চাই সাধনায় রবের অশেষ কৃপা।
—
মোঃ নাজিম উদ্দিন
৫ এপ্রিল ২০২১