দূর নিকট

Oct 25, 2020 | ফেসবুকের পাতা থেকে | 0 comments

View : 151
 

দূর নিকট

যখন আজ ব্যর্থতায়, ক্রান্তির বেলা
সেবেলায় দূরে থেকে দাও অবহেলা!
দূর কখনো স্বেচ্ছায় ‘নিকট’ হয়না
আজকের সঙ্গই হবে স্মৃতির গয়না;

ক্ষেপিত মুহুর্ত সবই হীরন্ময় রত্ন
সম্পর্কের সারকথা বিশ্বাস- যত্ন।
দূরে নয় সেদিন ডুবলে ভবের ভেলা
পাবে তখন দেহহীন স্মৃতির মেলা!

নাজিম: ২৩ অক্টোবর ২০২০
—-

(ছবিটি ২০১৬ সালে মিরশ্বরাই খৈয়াছড়া আর নাপিত্তাছড়া ভ্রমণের একপর্যায়ে এক সহকর্মীর ক্যামেরায় তোলা- বিশাল বঙ্গোপসাগরের সম্মুখে একক পিপড়ে সম হলদে পরিচ্ছদে সেদিনের আমি!)