বক্তব্য-ভিডিও, বিবিধ
কিছু সফল মানুষের কথা প্রেরণাদায়ক, উৎসাব্যঞ্জক। আর সচিত্র সে সব কথা শুনলে অর্থাৎ ভিডিও দেখলে প্রাণাত হতে পারে যে কেউ। একটি ভালো বচন বদলে দিতে পারে শত উড়ো উড়ো মনকে।
সে বিষয় বিবেচনা করে লেখকবাংলাদেশ.কম এ অধ্যায়ে নিয়ে এসেছে সফল, অভিজ্ঞতায় সমৃদ্ধ মানুষের কথা, বক্তব্য, ভিডিও।
তাছাড়া, প্রকৃতির মাঝে, কোন সুন্দর ঘটনার মাঝে, ভ্রমণের সাথেও আমাদের জানা হয়ে যায় অনেক অজানা বিষয়।
সে সব ভিডিও, বক্তব্য তুলে আনা হয়েছে, তুলে আনা হবে এ অধ্যায়ে।
তাছাড়া, আশে পাশের শিক্ষনীয় বিবিধ অনেক বিষয় উঠে আসবে এ অধ্যায়ে।
সাথেই থাকুন লেখকবাংলাদেশ.কম এর |