নিয়মাবলী

লেখকবাংলাদেশ.কম এর প্রধান নিয়মাবলী



) যেসব লেখা বা ভিডিও দেয়া  / প্রকাশ করা যাবেঃ
১) আমাদের চারপাশের ঘটনা বা চলমান ঘটনা, আবেগ-অনুভূতির সৃজনশীল প্রকাশ, লেখনি, কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হবে লেখকবাংলাদেশ.কম এ, যা সমৃদ্ধ করবে আপনার জীবনকে।
২) যে কোন সৃজনশীল লেখনী যা পূর্বে অন্য কোন মাধ্যমে, বিশেষত ভার্চুয়াল মাধ্যমে প্রকাশিত হয় নি।
৩) যেকোন সৃজনশীল কাজের সচিত্র প্রতিবেদন, ভিডিও ইত্যাদি।

) যেসব লেখা বা ভিডিও দেয়া বা প্রকাশ করা যাবে নাঃ
১) পূর্বে কোন মাধ্যমে প্রকাশিত কোন লেখা বা ভিডিও
২) কোন লেখা বা ভিডিও বা কমেন্টে কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার থাকলে
৩) ধর্মীয় বিষয়ে উসকানীমূলক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন লেখা
৪) রাজনৈতিক হানাহানি বা উসকানী দিতে পারে তেমন লেখা
৫) বর্ণ বা গোত্রের বিষয়ে মানহানিকর বা অশোভন কোন লেখা
৬) কাউকে ব্যক্তিগতভাবে বা কারো মতাদর্শকে সরাসরি আঘাত করতে পারে তেমন লেখা বা তথ্য

) ওয়েবসাইটে যা যা করা যাবেনাঃ
১) কোন পাঠক বা লেখক একাধিক একাউন্ট ব্যবহার করতে পারবেন না
– তা সে লেখনির জন্য হোক বা ভিডিওর জন্য হোক
২) ক্রন অসুস্থ বা অগ্রহণযোগ্য কলহে লিপ্ত হওয়া যাবেনা
৩) ওয়েবসাইটের নিয়মবহির্ভূত কোন লেখা বা মন্তব্য প্রকাশ করা যাবেনা।
৪) ব্যক্তি, প্রতিষ্টান বা পণ্যের বিজ্ঞাপন প্রদানের লক্ষ্যে কোন বিজ্ঞাপনমূলক লেখা বা তথ্য প্রকাশ করা হবে না।
৫) এডমিন বা মডারেটরদের সাথে অসৌজন্যমূলক কোন আচরণ করা যাবে না।

উপরের কোন বিষয়ের ব্যত্যয় ঘটলে বা নিয়ম বহির্ভূত কোন লেখা প্রকাশ করতে একাধিকবার অনধিকারচর্চা করলে বা এমনি এডমিনের অগোচরে প্রকাশ করে ফেললে তা নিয়ম বহির্ভূত বলে বিবেচিত হবে এবং তা দৃশ্যমান হওয়া মাত্র বাদ দরয়া হবর। তাছাড়া উক্ত লেখক বা মন্তব্যকারীকে সাময়িক বা চিরতরে বের করা হতে পারে।

) নিচের যে কোন একটি কারণে লেখা প্রকাশ করা হবে না বা ভুলক্রমে হলেও তা বাতিল করা হবেঃ
১) রাষ্ট্রবিরোধী বা সার্বভৌমত্ব বিরোধী কোন লেখা
২) দেশের প্রচলিত আইনের পরিপন্থী কোন লেখা
৩) আক্রমণাত্মক বা হয়রানিমূলক কোন লেখা
৪) অকথ্য ভাষা, কারো জন্য মানহানিকর বা কারো ব্যক্তিগত। সুনাম ক্ষুণ্ন করে এমন কোন লেখা
৫) কপিরাইট না মেনে অন্যের লেখা অনুমতি ববা রেফারেন্স ছাড়া কপি করে দেয়া।
ইত্যাদি

) অন্যান্য শর্তাবলিঃ
১) প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন করতে হবে।
২) যে কোন রেফারেন্স ব্যবহার করার ক্ষেত্রে সকল বয়সের পাঠক বা ব্যবহারকারির কথা বিবেচনা করা হবে।
৩) কোন লেখা পাওয়ার পর এডমিন প্যানেল তা পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে অনুমোদন/ প্রকাশ করবে। তবে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ না হলে ধরে নিতে হবে, উক্ত লেখা আপাতত প্রকাশ করা হবে না। তবে উল্লেখসথাকে যে্র কোন লেখা প্রকাশ না হলে তা এডমিন প্যানেলকে পুনঃপুনঃ বা একাধিকবার তাগাদা দেওয়া নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হবে এবং বিষয়টি উক্ত লেখক বা মন্তব্যকারীর জন্য নেতিবাচক হবে।
৪) কোন লেখক বা পাঠক এর কোন সুনির্দিষ্ট অভিযোগ, পরামর্শ বা সংযোজনী থাকলে তা শুধুমাত্র lekhokbangladesh.com এ জানানো যাবে।

) যে সব কারণে কোন লেখককে  সাময়িকভাবে বহিষ্কার করা যরতে পারেঃ
১) অশ্লীল বা কুরুচিপূর্ণ ইমেইল নাম ব্যবহার করা
২) অশ্লীল বা কুরুচিপূর্ণ লেখা প্রকাশের অনুরোধ জানানো
৩) নিয়মবহির্ভূত লেখা একাধিকবার প্রকাশ করা ইত্যাদি

গোপনীয়তাঃ
লেখকবাংলাদেশ.কম তার ব্যবহারকারির ব্যক্তিগত তথ্যাদি সংরক্ষণের জন্য ইন্টারনেট কুকিজ নীতিমালা অনুসরণ করে থাকে।
তাছাড়া ওয়েবসাইটটি তার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণে প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করে।
নিবন্ধন ছাড়া শুধু কিছু তথ্য দিয়েও এ ওয়েবসাইটে মন্তব্য প্রদানসহ কিছু নির্দিষ্ট ভাবে যুক্ত থাকা যায়।

লেখকবাংলাদেশ.কম lekhokbangladesh@gmail.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

টিম, লেখকবাংলাদেশ.কম