সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফেসবুক। ২০০৪ সালে মার্ক জুকারবার্গ কর্তৃক প্রতিষ্টা লাভের পর প্রতিনিয়ত বেড়েই চলেছে ফেসবুকের ব্যবহার, কার্যক্ষেত্র ও কার্যক্রম। মানুষ ব্যক্তিগত, সামাজিক, পেশাগত, ব্যবসায়িক যোগাযোগের জন্য ফেসবুককে একটি শক্ষিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করছে।
অন্যদিকে মানুষ তার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদির প্রকাশ করে ফেসবুকে।
ফেসবুকে মানুষের প্রকাশিত সে সব পাতা, সে সব স্ট্যাটাস থেকে বাছাই করে কিছু স্ট্যাটাস তুলে আনা হবে “ফেসবুকের পাতা থেকে” নামের এ বিভাগে। পাশে থাকুন লেখকবাংলাদেশ.কম এর সাথে