বইমেলাঃ
বই আমাদের প্রাণের সঙ্গী: মন, মনন বিকাশের সারথি। সেই প্রাণের মেলবন্ধন ঘটায় অমর একৃশে বইমেলা। প্রতিবছর ভাষার মাস, আন্তর্জাতিক মাতৃভাষার মাস ফেব্রুয়ারি মাসে সারামাস ব্যাপী চলে এ বইমেলা। মিলন হয় বইপ্রেমীদের সাথে লেখক, প্রকাশকদের। এ বিশাল কর্মযজ্ঞ নিয়ে বিস্তারিত প্রতিবেদন, তথ্য, প্রবন্ধ, সচিত্র লেখনি থাকবে এ বিভাগে। তাছাড়া, দেশব্যাপী চলমান ও পুরাঘটিত সকল প্রকার বইমেলা, বই প্রদর্শনীর তথ্য ও প্রতিবেদন থাকবে এ বিভাগে।
বুক রিভিউঃ
জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম বই মানুষকে আলোকিত করে, ঋদ্ধ ও সমৃদ্ধ করে। একটা ভালো বই সহস্র বন্ধুর চেয়েও দামি, যা বদলে দিতে পারে চিন্তা, বাক্য, কর্মের বিস্তৃতিকে। পঠিত বই নিয়ে আলোচনা, সমালোচনা, view, review, মন্তব্য ইত্যাদি থাকবে লেখকবাংলাদেশ.কম এর এ বিভাগে। একটি ভালো বুক রিভিউ পাঠকের কাছে বইটি পড়ার আগ্রহ যেমন বাড়াতে পারে, তেমনি বাড়াতে পারে বইটির পাঠকপ্রিয়তাও।
সম্মাননাঃ
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে দেশে গুণীর সমাদর নেই, সে দেশে গুণী জন্মায় না। সফল, স্ব স্ব ক্ষেত্রে আলোকিত ব্যক্তি ও মারবসেবায় অবদান রাখা প্রতিষ্টানকে সম্মাননা দিয়ে থাকে কিছু প্রতিষ্টান, সংগঠন, ক্ষেত্রবিশেষে রাষ্ট্রও।
এসব সম্মাননা, পুরষ্কার ইত্যাদি নিয়ে লেখকবাংলাদেশ.কম এর এ পর্বে থাকবে বিশদ আলোচনা, প্রতিবেদন ও সচিত্র তথ্য |
[/td_block_text_with_title][/vc_column][vc_column width=”2/3″][td_block_5 custom_title=”Related Post” limit=”50″ category_id=”43″][/vc_column][/vc_row][/tdc_zone]