[tdc_zone type=”tdc_content”][vc_row][vc_column width=”1/3″][td_block_text_with_title custom_title=”ধর্ম, জীবন ও জীবনভাবনা”]
ধর্ম অর্থ কি?
ধর্ম অর্ধ হলো বিশ্বাস, মতবাদ, চিন্তাধারা ইত্যাদি স্ব স্ব বোধ অনুযায়ী ধারণা করা। পৃথিবী সৃষ্টির পর থেকে বিভিন্ন মতাদর্শ, বিশ্বাস ইত্যাদি দ্বারা বিভাজিত হয়ে বিভিন্ন প্রকারের ধর্ম প্রতিষ্টিত হয়ে এসেছে।
একেশ্বরবাদ এবং বহশ্ববাদের মূল পার্থক্যও রয়েছে।
মূলতঃ ধর্ম মানুষের জীবনকে পরিশালিত, পরিশুদ্ধ করে। মানুষকে সুশৃঙ্খলিত করে আর জীবনকে করে দীপ্তিময়, গতিময়ও।
তার বিপরীতে ধর্মের মূল বিশ্বাস, চেতনা ও মূল্যবোধকে ভুলে কিছু মানুষ ছুটে মনগড়া কিছু ভাবনায়, যা বিশৃঙ্খলিত করে জীবনকে, সমাজ ্র বিশ্বকে।
জীবনের জন্য ধর্ম আর ধর্মের জন্যই জীবন।