তারুণ্য, ক্যারিয়ার, সাফল্য

[tdc_zone type=”tdc_content”][vc_row][vc_column width=”1/3″][td_block_text_with_title custom_title=”তারুণ্য, ক্যারিয়ার, সাফল্য”]

তারুণ্য মানে বাধাহীন উচ্ছলতা।  তারুণ্যের উচ্ছ্বাস, উদ্দম দুর্গমপথ পাড়ি দেয়ার মতো অদম্য সাহস যেমন রাখে, ঠিক তেমনি এ বয়সে সমুদ্র, পর্বত, নবোমন্ডল জয় করার মতো দুঃসাহসও রাখে। জল, স্থলে, অন্তরীক্ষ – যেখানেই দেখবে, চোখ পড়বে তারুণ্যের জয়গান।
তারুণ্যের এ শক্তিকে ইতিবাচক পন্থায় কাজে লাগানোর মাঝেই চূড়ান্ত সফলতা। নচেৎ সব বৃথা।

ক্যারিয়ারঃ
ক্যারিয়ার বলতে সহজ ভাষায় বলা যায়, জীবন জীবিকার প্রয়োজনে, মন ও মননের চাহিদার সমন্বয়ে জীবনের প্রথমভাগে নিজের পেশাকে সংযুক্ত করা।

সাফল্যঃ
সাফল্য বা সাকসেস হলো জীবনের পথে বিজয়ের এক একটি মুকুট। তবে এ সাফল্য কখনোই এককভাবে বৈষয়িক উৎকর্ষতা, আর্থিক অর্জনের আধিক্য বা শক্তি বা দৈহিক সামর্থ্য অর্জন নয়। সাফল্যের আরেক নাম আত্মতুষ্টি, সন্তুষ্ট মনন ও মানসিকতা। তাই সাফল্যকে সবসময় ক্যারিয়ার বা আর্থিক অর্জনের মাপকাটিতে বেঁধে রাখা সমীচিন নয়।
তবে, তারুণ্য, ক্যারিয়ার ও সাফল্য একে অপরের সাথে দারুনভাবে জড়ুত, সংযুক্ত ও সংশ্লিষ্টও।

[/td_block_text_with_title][/vc_column][vc_column width=”2/3″][td_block_15 category_id=”35″ custom_title=”Related Post” limit=”500″][/vc_column][/vc_row][/tdc_zone]