স্বাস্থ্যঃ শরীর মন মনস্তত্ব

সৃষ্টিকর্তা অনেক সম্ভাবনা ও সামর্থ্য দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে সৃষ্টি করেছেন। অপার সম্ভাবনা নিয়ে মানুষ তার কর্ম ও প্রচেষ্পার মাধ্যমে জয় করতে পারে প্রকৃতি, নব নব গ্রহ নক্ষত্র, বিশ্ব সৃষ্টির অনেক রহস্য।

“মানুষ তার স্বপ্নের মতো বড়ো”- শুধু নয়, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়ো।

নিজেকে প্রতিনিয়ত উন্নতি ও উন্নয়ন তথা আত্মোন্নয়নের মাধ্যমে মানুষ পৌঁছাতে পারে স্বপ্নের সিড়ির সর্বোচ্চ  ধাপে।

নিজেকে প্রণোদিত, প্রেরণায় প্রোজ্জ্বল করার জন্য মানুষের প্রয়োজন মোটিভেশন।
এ মোটিভেশন মানুষ পায় তার নিজের জীবন ও ভাবনা থেকে, পারিপাশ্বিক জগত থেকে, বই পড়ে, শ্রেষ্টদের জীবনী, কর্ম, বাক্য ও বক্তব্য থেকে এবং সর্বোপরি এ বিশ্বজগত থেকে -‘বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র’- এ যেন চিরায়ত সত্য।

আত্মোন্নয়নের মাধ্যমে এবং।মোটিভেশনের সংযুক্তিতে সব হতাশার তলানি থেকেও মানুষ পারে জীবনের উচ্ছ্বাসে বিজয়ী বেশে জীবনের কাঙ্খিত বা ইস্পিত লক্ষ্যে পৌঁছাতে।