কত ছন্দে অমিল!

Oct 7, 2020 | কবি ও কবিতা | 0 comments

View : 304
 

কত ছন্দে অমিল হলেও

—-

কত ঐশ্বর্য হাতে আসলে
উদার হয় হৃদয়?
কত রাত পোহালে বলো
হয় রবির উদয়?

কত সময় পার হলেই বা
নিজের হতো জীবন?
কত পথ পাড়ি দিলেই
সফল হতো ভ্রমণ?

কতটুকু হাসিলে নয়ন
বলবে পূর্ণ হর্ষ?
কত অহের সমাপনেই
পূর্ণ হবে বর্ষ?

কত দান গ্রহণ হলেই
স্রষ্টা হবে স্বজন?
কত স্বাদ চূর্ণ হলেই
ভবেতে স্বর্গাগমন?

কত কাল পেলেই বলো
বুঝবে জীবন ধরণ?
কত শব দেখলে বলো
বুঝবে সতত মরণ?

কত ছন্দে অমিল হলেও
পড়িবে এ ঊনকাব্য?
কত সুরে বেসুরা হলেও
কাব্য করিবে শ্রাব্য?

——
মোঃ নাজিম উদ্দিন
১৮ ডিসেম্বর ২০১৯