নিরেট হ্যামলেট

Feb 16, 2022 | কবি ও কবিতা | 0 comments

নিরেট হ্যামলেট

~~~~~

ধরাধামে আজ অভিনয়ে প্রণয়
হয় অপচয়, নয়তো অবক্ষয়!
সর্বত্র মোস্কা খুঁজে লিগ্যাচি হান্টার!
ভলপোনি যেন আজ অধুনা কারবার!

ম্যাকেবেথে ভরপুর চারপাশের রাজ্য
সর্বগ্রাসী লোভ, লোভের সাম্রাজ্য!

সমুদ্রে নেই সে প্রাচীন মেরিনার
আছে চারদিক নোনা জল অথৈ
জীবে দয়ার বচন আজ অচিন যেন
হাকাকার জলধি অধরা জল থৈ থৈ!

প্ল্যাটোনিক প্রেম বাজে, ভার্চুয়াল জগতে
দেখা নাই, তবু দেখে, মোহবিষ্ট যৌবন!
কিং লিয়ার অগুণিত! এ যেন প্রতিরূপ!
সংখ্যালঘু যেন, সুবোধ যত জন!
গ্রামারিয়ান হতে আজ ছুটে না কেউ
কেউ ভাবে না মানুষ হতে, প্রাণীর রাজ্যে!

কী নিদারূণ যুদ্ধ, হায়েনার রাহুগ্রাস!
লর্ড অব দ্য ফ্লাইজ’র লোভাতুর কৈশোর!
কিশোর গ্যাং ভুলে সং অব ইননোসেন্স!
কেমন জানি বেকনের শিষ্য সবিশেষ!
ম্যাকিয়াভিলি আজ বেঁচে আছে শৌর্যে!
কে মরে, কে বাঁচে, কে নেয় খোঁজ!
স্বর্গ হতে বিদায় নেয়া সাতানের দৌড়ঝাঁপ!
কে জানে, কার ধ্বংসে কার অভিশাপ?

কোথায় শেলি আজ, পশ্চিমা বায়ুসেই?
হুইটম্যানের বিদ্রোহ, কিটসের খোঁজ নেই!
বাবাদের দোয়া যেন ইয়েটসের প্রেয়ার!
সেলসম্যানের মৃত্যু, যথার্থ আর্থার মিলার!
ইলিয়ট বেঁচে নেই, বেঁচে আছে ওয়েইস্ট ল্যান্ড!
হার্ট অব ডার্কনেজ, বেঁচে নেই ইটুপিয়াল্যান্ড!

অরওয়েলের এনিম্যাল ফার্মের সবকটি চিত্র!
বেঁচে আছে নেপোলিয়ন, কমান্ডমেন্ট বিচিত্র!
ওয়ার্ডসওয়ার্থ আজ অচেনা অখ্যাত!
নৈতিক অবক্ষয়, ধনই আজ বিখ্যাত!
ভাবুকেরা ভাবনায়, সাহিত্যের মাথায় হেট!
শেক্সপিয়ার বেঁচে নেই, ভাবনায় গুবলেট!
নেই শ’র সুপারম্যান, কিংকর্তব্যবিমূঢ় হ্যামলেট!


মোঃ নাজিম উদ্দিন
ফেব্রুয়ারি ১৫, ২০২২

লেখাটি লিখেছেন