দিবসে আজ আঁধার নামে

Nov 22, 2021 | কবি ও কবিতা | 0 comments

দিবসে আজ আঁধার নামে

———————————–

দিবসে আজ আঁধার নামে
নিশিতে আলোর বান,
জোয়ারে যখন আসার কথা
দেখি সে ভাটির টান!

সম্পদ আজ রং পেয়েছে
টাকা কড়িই যেন সব,
বিদ্যা বুদ্ধি হার মেনেছে
ধনের আজ সাজ রব।

সম্পর্ক আজ ধন বিচারে
স্বার্থে হারলো বাঁধন,
বড়লোকেরা ভুলে শেকড়
হয় না সহজে আপন।

আসল ভুলে নকল স্বজন
ভীড় করছে বারবার,
হীরা ফেলে কাঁচটা তুলে
কলি কালের কারবার।

ভুল জায়গায় ঠিক মানুষ
ঠিক জায়গায় ভুল,
মান ভুলে যে খুঁজে ফানুস
ভুল আশায় মশগুল।

‘আগামি’তে বাঁচার তরেই
হারায় সুন্দর ‘আজ’,
নিজের জন্য নেই যে খবর
পরের জন্যই সাজ।

শিক্ষাই যখন বাণিজ্যিক
যেন ব্যবসার পণ্য,
অর্জন করে গর্জনে সরব
লোক দেখানোয় ধন্য।

গুরুভক্তি আর আদব কায়দা
ভুলেছে কিশোর যুবক,
‘কিশোর গ্যাং’রা চলক বলেই
বিনয় আজিকে ধ্রুবক!

বলবো কাকে, শুনবে কে বা?
কার কথা কে শুনে?
পঁচন ধরা এ সমাজ সর্দার,
কে বা তোমায় গুণে?

যাদের কথা শুনবে লোকে
সব বক্তাই নীরব,
যাদের কথার শ্রোতা ক’জন
কী হবে কলরব?

———————-
মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ২২, ২০২১

লেখাটি লিখেছেন