আঞ্চলিক ভাষার কবিতাঃ তোঁয়ার হবর নাই

Jan 26, 2023 | কবি ও কবিতা

তোঁয়ার হবর নাই!
—–

হনদিন তে হবর ন লয়,
নো থাইলে হনঅ দরহার!
দেহা অইলে হইবু হালি
তোঁয়ারে দেহা ন যার!

হন দিন তে ফোন ন গরে
ন লয় হন হবর!
দরহার অইলে ফোন গরিবু
ওয়া, কেনে চলর?

তারপর হতঅ মধুর হতা!
বেয়াগ্গুন কেএন আছে?
তারপর হইবু দরহারর হতা
গুরঅ একখান হাম আছে!

বাঁচি আছো না মরি গেইয়্যু
হনদিনঅ ফুসর ন গরে
সামনে ফইরলে হইতু আইবুঃ
তোঁয়ার লাই ফেট ফোরে!

মুখুত মধু অন্তরত বিষ
দুইমুখো জিহবা লড়ে!
সামনে হয়দে, কেএন আছো?
ফিছুদি বর-নাই গড়ে!

তোঁয়ার বাফ আঁর বন্ধু আছিল
কেএন আছে তোঁয়ার মা?
ফিছুদি হঅয়, বেয়াদব অইগেইয়্যি,
কী অভিনয়, মারেম্মা!

হইতম চাইলম হবর লঅনি
ফঅরি নযাইয়্যু অভাই,
মাঝে মাঝে হবর লইয়্যু,
দিন শেষে আঁরা – আঁরাই…


নাজিম
২৬-০১-২০২৩

–♦♥
প্রমিত ভাষায় বললে দাড়ায়

কোনদিন সে খবর নেয়না
না থাকলে কোন দরকার
দেখা হলে বলবে শুধু
তোমাকে দেখা যায়না আর!

কোন দিন সে ফোন করেনা
নেয়না কোন খবর
দরকার হলে ফোন শুধায়
‘তোমার কি খবর?’

তারপর শুরু মধুর কথা
কেমন আছে সবাই?
এরপর বলে দরকারের কথা
একটানকাজ আছে, অ ভাই।

বেঁচে আছি নাকি মরে গেছি
শুধায়না কথা কোন দিন!
সামনে পড়লে বলবে দরদি!
‘মনে পড়ে তোমায় রাতদিন!’

মুখ মধু অন্তরে যে বিষ
সামনে করে সুনাম!
সামনে বলে, কেমন আছো?
পিছনে করে বদনাম!

তোমার বাবা আমার বন্ধু ছিল
তোমার মা আছে কেমন?
পেছনে বলবে, বেয়াদব হয়ে গেছে!
পাকা অভিনয় যেমন!

বলতে চেয়েছি, খবর নেয়া নিয়ে
ভুলে যেয়োনা, হে স্বজন!
মাঝে মাঝে অন্তত খবর নিও
আমরা আমরাই পরিজন।।

লেখাটি লিখেছেন