হে রহমান, হে করিম!

Mar 19, 2022 | কবি ও কবিতা | 0 comments

View : 63
 

হে রহমান, হে করিম!

 

পাপের রাজ্যে বিচরণ করে
সাজি পরহেজগার,
লোক দেখানো এবাদত দেখছে
হে পরওয়ারদিগার!

মুখে মধু অন্তরে বিষের
কপট মোদের রূপ,
তোমার শাস্তির ভয় না পেয়ে
লুকাই নিজের স্বরূপ!

দেহখানিরে সাজিয়েছি কত
অন্তরখানি কালো,
বুঝিনি কোথায় স্বর্গ নরক
কে খারাপ, কে ভালো?

বন্ধু স্বজন বানিয়েছি ধরায়
ভেবেছি তারাই আপন?
ঠেকে আর টকে কদাচিৎ বুঝি
তুমিই একমাত্র স্বজন।

পাপে ভরা হৃদে, চোখভরা নিদে
কাটিয়েছি মোর বেলা
তোমার পানে চাইনি কখনো
দয়ার অশেষ ভেলা

আজ এক্ষণে, করুন এ মনে
তোমার দয়া চাই,
রহিম তুমি, গফুরও যে তুমি
দয়ার সীমা নাই।

পাপী মোরা জানি, তবু্ আশাবাদি
তোমার দয়ার তরে
আমল নেই জানি, দয়ার রহমান,
ক্ষমা করো অকাতরে।

রহিম তুমি, দয়াবানও তুমি,
তুমি গফুরুর রহিম,
হে দয়াল মোর, খুলো ক্ষমার দোর
হে রহমান, হে করিম।


মোঃ নাজিম উদ্দিন
মার্চ ১৯, ২০২২