হে দয়াল প্রভু

Apr 8, 2021 | কবি ও কবিতা | 0 comments

View : 187
 

হে দয়াল প্রভু!

সে ক’টা দিন ভুলেভরা প্রত্যুষে,
ভ্রষ্ট সকাল আর বিভ্রান্ত দুপুরে,
অতঃপর স্বার্থের অপরাহ্ন ভরে,
ধীরে ধীরে সাঁজের মায়ায় পড়ে,
তোমায় ভুলে, ভুল নদে পাল তুলে
পৌঁছালাম অবরুদ্ধ রাতে, হে প্রভু!

ভুলে সব হীরা যত, কাঁচের খোঁজে
অব্যর্থ ভবতীরে, ক্ষুধাহীন ভোজে,
সময়ের প্রয়োজনে ছুটেছি নিজে
ভুলে যত নশ্বরতা অবিনশ্বরের মাঝে;
করুণায় রুদ্ধ করোনি, কভু, তব
তুমি ছাড়া ধরায় আপন কে, হে রব?

যন্ত্র মন্ত্র বুঝে, সুখের মরীচিকা পানে
ধর্ম, মর্ম বিনে, মত্ত মর্ত্যের টানে,
তোমায় ভুলেছিলাম, অনিচ্ছুক মনে,
সেসব ভুল ভুলে, নাও, দয়ার ক্ষণে
তোমাতে প্রার্থনা যত, পাপী তবুও,
তোমার দয়ায় বাঁচি, হে দয়াল প্রভু!

———–

মোঃ নাজিম উদ্দিন