View : 46
 

স্বগতোক্তি

অনেকটা পথ হেঁটে এসেও যখন খেয়াল করবেন, যাত্রা সত্যিকার অর্থে মোটেও শুরুই হয়নি, তখন বুঝবেন, শুরুটা আরো ভালোভাবে করার দরকার ছিলো।

অনেকটা সময় চেনাজানার পরও যদি কোন স্বজন পরিজন নিয়ে আবারো ভাবতে হয়, আবারো জানার চেষ্টা করতে হয় নতুন করে, তাহলে জানবেন, আপনার পরিপক্বতা ও জীবনবোধের সত্যিকার উন্মেষ ঘটছে।

অনেকটা কাজে সহায়তা তরার পর যদি উপকারভোগীর মাঝে বিনয়-কৃতজ্ঞতার লেশমাত্র দৃশ্যমান না হয়, তবে বুঝে নিবেন, আপনি ভুল উলুবনে মুক্তো ছড়াচ্ছেন…

অনেকবার প্রতারিত কিংবা অসম্মানিত হওয়ার পরও যদি আপনি পুনরায় সেসব ব্যক্তিসমূহের ধারে কাছে আছেন, তাহলে বুঝে নিবেন, আপনি নিজেই নিজেকে অসম্মানিত করছেন: আপনার নিজেকে বদলানোর বা সংশোধনের সময় পাড় হয়ে যাচ্ছে প্রতিক্ষণে..


১৩-১১-২০২৪