সেদিন এদিন

Jun 15, 2022 | কবি ও কবিতা

Post View : 2
 

সেদিন এদিন

সেদিন এক নিমিষ ভোরে
এসেছিনু ভবের বাজার,
সদাই করেছি কিসের তরে
পুরষ্কারের নাকি সাজার?

তেমন প্রশ্ন বুঝার আগেই
হঠাৎ বিদায় সাঁজের বেলায়,
পূর্ণ হিসাব হয়না তখনও
কাটলো জীবন অবহেলায়।

আফসোসে ভরা মৃত্যুশয্যা
অনুতাপে হয় মরণ,
হেলায় হারানো এদিনের বেলা
সেদিন হবে স্মরণ।


মোঃ নাজিম উদ্দিন
জুন ১৫, ২০২২