সংযোগহীন সংযোজন

Jan 19, 2023 | নতুন কিছু

View : 79
 

সংযোগহীন সংযোজন

বিলাসী চেয়ারে বসে দামি কফিপান
আলো আঁধারী ক্যাফেতে জীবনের শ্লোগান
কিংবা অর্ধেক খাবার ফেলে দেয়ার এলিট অভ্যাস
অধৈর্য তরুণের কারচালনে মুহুর্মুহু হর্ণের শব্দ,
হরহামেশা নব নব কাপড় পড়ে অগ্রসরমান
সোশ্যাল ফাংশনে ছুটে চলা ধনী কাপল!
নীশি রাতে ট্রাফিকহীন নগরসড়কে বেপরোয়া ড্রাইভিং
কখনো সাদাকালো চিত্র, কখনো ধোঁয়াশে রঙিন!
এ চিত্র অভ্যাসের মতো ছড়িয়ে আসছে প্রতিনিয়ত
সুদূর নিউইয়র্ক বা লন্ডন ব্রিজ থেকে হাতিরজিলের পাশে..
টাইকুন হওয়ার সাজে আমার নকলপ্রিয় বাঙাল!

এদিকে টংয়ের দোকানে দাঁড়িয়ে থাকা ব্যাচেলর!
টিউশনি নেই বলে অভুক্ত অসামাজিক বেখবর!
প্রেয়সীর সাথে যোগাযোগ বন্ধ আজ অভাবের দিন
এমবি কেনার পয়সা নেই বলে সর্বত্র ধূসর, মলিন!
বিয়ের চতুর্মুখী চাপে কষ্টে বেকার যুবক,
চিকিৎসা পাওয়ার আশায় ছুটে চলা স্বজন
সরকারি হাসপাতালের মেজেতে আবর্জনার মিছিলে
যেন দিব্যি অভ্যাস হলো সবসময় মুখে রুমাল দেয়া যুবার!
দুশোটা টাকার অভাবে পিকনিকে যেতে না পারা ছাত্র কিশোর
মিথ্যে বলে বন্ধুদের সে মনভোলাতে বিভোরঃ
দুএকটা কাপড় নিয়ে শহরে ছুটে আসা কর্মট বেকার,
গ্রাম থেকে আসা ফোনে আশ্বাসের হাকাকার!
অপচয়কারী দেখলে মারতে মরিয়া অভুক্ত কিশোর!
ফুটপাতে ঘুমানো পথশিশুর কাছে সভ্যতার ফাঁকা বুলি
যাত্রীহীন নাও ছুটে উজানে, তো পালতুলি!

চিত্র বিচিত্র এ স্বদেশভূমে আমার অবস্থান!
এভাবে ঝুঁকছে ধনী, ধুকছে জীবনের জয়গান!


মোঃ নাজিম উদ্দিন
জানুয়ারি ২০, ২০২৩