শুনছেন অভিভাবক?

Jan 9, 2021 | কবি ও কবিতা | 0 comments

View : 204
 

শুনছেন অভিভাবক?

মেয়ে আপনার বড় হলো,
ছেলেও যে সাবালক,
সচেতন তাই হতেই হবে
শুনছেন অভিভাবক?

ক্লাশ যে কখন শুরু হয়
কখন হয় তা শেষ:
জানতে হবে সবই এখন
জরুরী সবিশেষ।

কখন খোলা স্কুল কলেজ
কিংবা বিশ্ববিদ্যালয়:
জেনে নিবেন কখন ছুটি
কখন ফিরে আলয়?

বন্ধু ক’টা, কার সাথে ঘুরে
কোথায় কাটায় সময়?
জানতে সবই ছুটেন পিছু
ভুলে আরাম তন্ময়।

কোথায় তাদের কোচিং ক্লাশ
কোথায় আড্ডাবাজি?
জেনে নিন কে তার সখা
সখী কে তার আজি।

কার বাসায় যাচ্ছে তারা
কেনই বা যায় শুধু?
যাচাই করেস, নইলে তারা
বুঝাবে যদু মধু।

মিথ্যা বলে, এসাইনমেন্ট আর
টিউটরিয়ালের কথা,
সবই কিন্তু যাচাই দরকার
এড়াতে মাথা ব্যথা।

কোমল কিশোর-কিশোরী আজ
আবেগে থাকে মশগুল,
অভিভাবক সজাগ থাকুন
ধরুন তাদের ভুল।

আধুনিক, মিডিয়াম হোক, তবে
ধর্ম শিক্ষাও চাই,
থাকুক যত বন্ধু আড্ডা,
করুন সদা যাচাই।

সময় থাকতে সময় দিবেন
কিশোর সন্তান তরে,
সমাজ যখন গড্ডালিকায়
বিপদে টনক নড়ে।

সময় গেল হয় না সাধন
থাকেনা কোন বাঁধন,
শুনছেন কি, হে অভিভাবক,
থামাতে দুঃখের কাঁদন?

——————–
মোঃ নাজিম উদ্দিন
৯ জানুয়ারী ২০২১