মোঃ নাজিম উদ্দিনের কাব্যগ্রন্থ “আলোর সঞ্চারী”’র মোড়ক উম্মোচন

Jan 30, 2022 | কবি ও কবিতা, বইমেলা, বুকরিভিউ, সম্মাননা, লেখক জীবন-জীবনী | 0 comments

View : 161
 

মোঃ নাজিম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ “আলোর সঞ্চারী”’র মোড়ক উম্মোচন করলেন আমার মমতাময়ী মা

—–
আজ জীবনের স্মরণীয় একটি দিন।
আল্লাহর রহমত, আমার শ্রদ্ধেয় মা, মরহুম বাবা, আত্মীয়স্বজন, বন্ধু স্বজনের দোয়া, উৎসাহ ও সহযোগিতায় আমার প্রথম গ্রন্থ “আলোর সঞ্চারী”’র মোড়ক উম্মোচন ২৮ জানুয়ারী ২০২২ রাউজান মোহাম্মদপুরে অনুষ্টিত হয়। আলহামদুলিল্লাহ।

করোনার কারণে সরকারি বিধিনিষেধের মধ্যে অনাড়ম্বর এ আয়োজনে উম্মোচক ছিলেন আমার শ্রদ্ধেয় মাতা জনাবা আমেনা বেগম।
আমাদের বাড়ির ঐতিহ্যবাহী জাহান ম্যানশনে আয়োজিত এ ঘরোয়া অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্সস ক্লাবের সিরিয়র গভর্নরস এডভাইজার, শ্রদ্ধেয় চাচা লায়ন ডাঃ আবদুল্লাহ আল হারুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ডঃ মোঃ হেলাল উদ্দিন ফুফা, ফুফু নুর আকতার, ইস্টার্ণ গ্রুপের জিএম মো. সাইফুল আলম, ব্যবসায়ী মো, এনামুল হক, পিডিবির উপ পরিচালক নিজাম উদ্দিন, অধ্যাপক শাওয়াল চাঁদ সুলতানা, ব্যবসায়ী মোরশেদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহ, অধ্যাপক এডভোকেট মেহের নিগার, ব্যাংকার তাহমিনা ফেরদৌসি হক, ডাক্তার আবদুল্লাহ আল এহসান, সাংবাদিক আরফাত হোসেন, ইফতেখার মাহমুদ, মনির উদ্দিন, ইরফান, রিফাত, সিহাত জাররীন ইনশা প্রমুখ।

উল্লেখ্য, ”আলোর সঞ্চারী” গ্রন্থ প্রকাশ করেছে নপ্র প্রকাশনী..

সন্ধ্যায় গ্রন্থটার মোড়ক উম্মোচন করে আমার গ্রন্থ স্নেহভরে গ্রহণ করেন আমার শ্রদ্ধেয় শ্বশুর জনাব মুজিবুল হক, শ্রদ্ধেয় শাশুড়ি, জেলা পরিষদ সদস্য, লেখিকা আলহাজ্ব শাহিদা আকতার জাহান, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ডাঃ নুরুন নবী খালু, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ইউএম ইন্তেখাব, নারী উদ্যোক্তা সেলিনা হক আন্টি, নারগিস আন্টি, আমার ভায়রা, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোজাম্মেল, ইসলামি বিশ্ববিদ্যালয়ের এডমিনিসস্ট্র্যাটিভ অফিসার রিদুয়ানুল হক, তাজনুভা প্রমুখ।

আবারো কৃতজ্ঞতা জানাই প্রফেসর শুক্লা ইফতেখার ম্যাডামকে, বইয়ের নামকরণসহ সার্বিক সহায়তার জন্য, Erfan জুয়েল মামাকে, সুন্দর প্রচ্ছদের জন্য, ইনশা ও ইনশার মা-কে, সার্বিক সহায়তার জন্য।। নপ্র প্রকাশনির অন্যতম শুভানুধ্যায়ী, রাউজান সাহিত্য পরিষদের তথ্য ও প্রকাশনা সম্পাদক কাজী শিহাবউদ্দিনের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা।

#প্রি-বুকিং সংক্রান্ত আহবানঃ
যারা সাগ্রহে প্রি-বুকিং দিয়েছেন, তাদের অনুরোধ জানাই, আপনারা আমাকে ইনবক্সে পূর্ণ ঠিকানা (যাতে কুরিয়ার পাঠানো যায়) প্রদান করবেন। চট্টগ্রামের পাঠকগণ কষ্ট করে ইনবক্সে মোবাইল নং দিবেন, যাতে সহজে হস্তান্তর করতে পারি.. অশেষ কৃতজ্ঞতা)..

আলহাদুলিল্লাহ

জানুয়ারি ২৮, ২০২২

https://youtu.be/XbyKS0HnPZY