ভাবার আছে অনেক বিষয়!

Oct 28, 2021 | কবি ও কবিতা | 0 comments

View : 91
 

ভাবার আছে অনেক বিষয়!

দাম বেড়েছে, কী হয়েছে?
কে রাখে তা মনে?
জানার আছে অনেক বিষয়
জিজ্ঞাসি জনে জনে?

দরকারি সব আলাপ আছে
অভিনেতাদের খবর;
কে ক’বার করছে বিয়ে?
আসে নিউজ কলেবর।

ক্রিকেটে কে জিতলো মাঠে
কয়টা ক্যাচ মিস?
এসব কথাই মাঠে ঘাটে
ভাইরাল অহর্নিশ।

কোন নায়িকা জেলে গেলো?
কার আজ জন্মদিন?
এসবে মশগুল মিডিয়া
চলছে যাদের সুদিন।

আম জনতা, ম্যাংগো পিপল
চলছে কেমন করে?
কে নেয় খবর, উপোষ ক’জন?
উনুন জ্বলেনা ঘরে।

পেঁয়াজ, চিনি, তেলের মূল্য
বাড়ছে আরো বেকার,
ক্রয়ক্ষমতা কমছে আরো
কেউ নাই যেন দেখার।

কার ঘরে একবেলা ভাত
কার নেই কোন খাবার?
কেউ তবুও বলছেনা তা
শত্রু যে নেই বোবার।

আমরা শুধু ভাইরাল করি
চটকদার রঙিন খবর,
ভালো নেই মধ্যবিত্ত ভবে
ঘরই যেন নীরব কবর।


নাজিম
অক্টোবর ২৮, ২০২১