ভাবনাসীমা
হঠাৎ এক নতুন ভোরে নতুন অভ্যুদয়
জীবন নামের উপহারে নতু সূর্যোদয়।
কেমন করে কাটবে সে সময়, মাস, বছর,
কোথায় হবে শেষ ঠিকানা, গ্রাম না শহর?
এসব কিছুর কিছু ভাগ্য লেখা বহু আগে,
কিছু কাজ লিখবে শেষে কোনটা তোমার ভাগে!
কবে ডুববে সূর্য তোমার, কবে সাঁঝের বেলা,
নিশিরাতের আবহ হবে, ছুটবে রুহের ভেলা!
কবর আর বরযক শেষে অশেষ সর জীবন!
মরণ আগে জীবন পরে, অনন্ত।পুনর্জীবন!
বিচার হবে, নিতে হবে সব কাজের ভার!
বিচারকের দয়া ছাড়া কে বা পাবে ছাড়?
স্বর্গে নাকি নরকে? কোথায় হবে আবাস,
ঠিক করো তবে হে মুসাফির, থাকতে নিঃশ্বাস।
সেদিন হবে সুবিচার ভাই, সকল কাজের উপর,
সময় থাকতে বুঝো মুমিন, কে আপন, কে পর!
তোমার আমার সময় তাই বিরল উপহার,
জীবন তোমার পরীক্ষালয়, করো সদ্ব্যবহার।
—
নাজিম
সেপ্টেম্বর ২৫, ২০২২