ভাবনাকণা
———————
হয়তো, তুমি ভেবেছিলে সেদিন
সঁপে দিবো তোমার রূূপ-ঐশ্বর্য-মোহে,
হয়তো ভেবেছো, তোমার আবদারে
সপে দিবো সময়ের ভাগশেষ!
হয়তো ধারণাও কখনো করেছিলে,
তোমার বদন-দর্শন চুম্বকের মতো
টেনে নেবে আমার তোমার সংস্পর্শে।
হয়তো ভেবেছিলে, তোমার সম্পদ
সম্পত্তি হয়ে কেড়ে নেবে
আমার স্বল্পমূল্যের আমিকে;
হয়ত ভেবেছো, তোমার যশ-নামে
আকর্ষিত হবো তোমার সম্মুখে!
জেনে রেখো, তবে কৃত্রিমতা
জিতেনি কখনও মোদের সংসারে;
জগতে যারা হীরা ফেলে পরে
তুলে হাতে কাঁচের নষ্ট হাতল;
সত্য ভুলে কেন সতত করো
ভণিতা আর যতো অভিনয়।
মিথ্যার পানে যাত্রা কখনো বা
হবে না দৃঢ়, নয় কখনো স্থায়ী!
মিথ্যার আড়াল, দুর্বল দেয়াল
অস্থায়ী যত কাঠামো সমেত;
ভাঙ্গে সবই, সে-ই যেন দায়ী!
মোঃ নাজিম উদ্দিন
চট্টগ্রাম