বিজয় প্রহর

Dec 16, 2020 | কবি ও কবিতা | 0 comments

View : 208
 

বিজয় প্রহর
***

৭১-এর ১৬ ডিসেম্বর
নয় মাস যুদ্ধ শেষে
বহু প্রত্যাশিত প্রহর।

৭১-এর ১৬ ডিসেম্বর
তাদের নারকীয় ধ্বংসের পর
স্বাধীন ঢাকা শহর।

৭১-এর ১৬ ডিসেম্বর
মুক্তিকাঙাল বাংলামায়ের
বিজয়াশ্রুর নহর।

৭১-এর ১৬ ডিসেম্বর
মা-বোনের সম্মান-ত্যাগে
অত্যাচারীর পরাজয়-প্রহর।

৭১-এর ১৬ ডিসেম্বর
সাম্য-মৈত্রীর মুক্তি-বিজয়
সহস্র বৈষম্যের পর।

৭১-এর ১৬ ডিসেম্বর
স্মরণের পরে, শহীদের তরে
বিনম্র শ্রদ্ধার প্রহর।

৭১-এর ১৬ ডিসেম্বর
ভালবাসার বাংলাদেশকে মোর
না বলা প্রেমের অক্ষর।

২০১৭-এর ১৬ ডিসেম্বর
স্মৃতিসৌধ-মিনারের অর্জন
স্বাধীনতার ৪৬ বছর।

১৭-এর ১৬ ডিসেম্বর
মেয়ে ইনশার কৌতুহলী কানে
বাবার বলা স্বাধীনতার স্বর।

——
মোঃ নাজিম উদ্দিন