“বদ্দা হবরঅ ন লঅন!”

Dec 10, 2021 | নতুন কিছু | 0 comments

বদ্দা হবরঅ ন লঅন!”

——————————–

করে না কভু ফোন কল,
নেন না খোঁজ খবর!
তবে হঠাৎ হলে দেখা
আগ্রহ দেখান সাদর!
অভিনয়ের আবদার কত!
কতই যে আপন জন!
উল্টো নিজেই উঠেন বলে
‘বদ্দা হবর ন লঅন!’

কোন দিনও যায় না দেখা
বিত্তের অভাব হলে;
ধনীদের স্বজন বানায়
চলে বলে কৌশলে।
গরীব স্বজন দূরেই থাকে
ধনীরা কতই আপন!
দেখা হলে মায়াকান্না
“বদ্দা কেএন আছন”?

অর্থ যখন গিলে ফেললো
সমাজ, রাষ্ট্র, ধর্ম;
সম্পর্কসব মেকি যেন
স্বার্থে ভরপুর কর্ম!
সারা বছর ব্যতিব্যস্ত
শশব্যস্ত যে বেজায়;
সে বৃদ্ধরাও বলে উঠেন
“তোয়ারে দেহা ন যায়”!

কি বা হবে এত রূপে?
ভূষণটা যে মেকি!
যা-ই করেন বীরদর্পে
বলবে, “ওমা, সে কি?”
তোমার কর্মেই স্বরূপ যত
কেন ভণিতা যোজন,
হৃদয় থেকে বলুন হেসে
“অবদ্দা, কেএন আছন?”

——————————–
মোঃ নাজিম উদ্দিন
২৮-১১-২০১৯

লেখাটি লিখেছেন