ফ্যাক্টঃ #মানুষ

*কিছু মানুষ দেখবেন, কয়েকযুগেও অভ্যাস পরিবর্তন করেনা! বয়স ১০ বল থাকাকালীন যে ছেলেমি ছিলো, ৪০ বছর পার হলেও তাদের সেসব ছেলেমির গুণগত পরিবর্তন থাকেনা!
হয়তো #ম্যাচিউরিটি তাদের সাক্ষাতে আসেনা!

** কিছু মানুষ বাল্যবেলার দুষ্টুমিমিশ্রিত শটতা, প্রতারণা, স্বভাবগত মিথ্যাচারের কোন পরিবর্তন আনেননা, বয়স হাফ সেঞ্চুরি পার করেও! হয়তো ইচ্ছে করেই #নীতিবোধ বা #মূল্যবোধকে ধারে কাছে আসতে দেয়না!

*** কিছু মানুষ বয়সের সাথে সাথর নিজেদের পরিবর্তন করে ফেলে। ছোটবেলায় হাতটান বা কিছু নিয়ে ফেরত দেয়া ইত্যাদির মতো অনেক বদঅভ্যাস বড়বেলায় সতর্কতার সাথেই পরিবর্তন করে ফেলে। ব্যক্তিত্বের সুষমায় প্রভাবিত করেন অনেককে…. তাদের চরিত্রের সৌন্দর্যের পরিশুদ্ধ হওয়ার আমৃত্যু চেষ্টা করতে দেখা যায়।

**** কিছু মানুষ আজীবনই বোকাসোকা ধরণের থেকে যায়। ছোটবেলা থেকেই দেখে আসী, কিছু মানুষকে অন্যেরা শুধু কলুর বলদ বানায়, ঠকায়, হারায়, কাঁদায়। অতি সচেতনভাবেই তাদের gullibility প্রতারিতসহয়, তবে তারা টকেই সন্তুষ্ট থাকেন। অন্যদের ঠকান না!

মানুষ বড়ই বিচিত্র!


আগষ্ট ১৯, ২০২২

লেখাটি লিখেছেন