নারী

Mar 10, 2022 | নতুন কিছু | 0 comments

নারী

কন্যা তোমায় নাম দিয়েছে,
মান দিয়েছে কি?
মাতৃহৃদয় তোমার মাঝে
ভগিনী হৃদ বৈ কি!

অর্ধাঙ্গিনী ডাকনাম তব
অর্ধেক মানুষ বিশ্বের,
পেশায়ও, মাতৃ সাধনও তব
সহায় সকল নিঃস্বের।

সৃৃজনশীল নারী, সহনশীলও
ঘর-বাইরে অনুরণন,
কঠিন শাসন, নিঠুর দেখায়
কোমল অন্তকরণ।

শিক্ষিত নারী, শিক্ষিত জাতি
বলেন নেপোলিয়ন,
নারী তুমি জাতের জ্ঞাতি
দয়াল দুটি নয়ন।

বিশ্বে আছে কল্যাণ যত
অর্ধেক করেছো, হে নারী,
তোমার ব্রত, ত্যাগ অবিরত
আলোর দীপ- দিশারী।


মোঃ নাজিম উদ্দিন
মার্চ ৮, ২০২২

লেখাটি লিখেছেন