থেমে যেয়োনা বন্ধু

Oct 11, 2020 | আত্মউন্নয়ন ও মোটিভেশন, কবি ও কবিতা | 0 comments

থেমে যেয়োনা বন্ধু

সামনে তুমি দেখলে আঁধার রাত
সাথে হয়ত থাকবেনা বাতি-আলো
কিবা কোন প্রেরণাদাতা বন্ধু-ভালো;
মরুবুক হাকাকার যবে জলহীনায়,
হয়ত সুর রবে না তব জীবন-বীণায়;
হয়ত বিশ্বাসে আঘাত হানিবে কেউ,
বালির বাঁধন ভাঙবে লোভের ঢেউ।
কি’বা বন্ধুর পথে আটকাবে তব পা
কভু বিপদে কেউ করবেনাকো কৃপা;
তখন তুমি যেয়োনা থেমে বন্ধু,
থেমে যেয়োনা কিছুতেই….

হয়ত তোমার জয়েই তাদের পরাজয়
হয়ত লক্ষে পৌঁছাতে তাদের ভয়;
হয়ত তোমার হাসিতে তাদের কাঁদন।
তবু তোমায় পৌঁছাতে হবে লক্ষ্যে
আসুক যত হতাশা তব বক্ষে।

শুরু যদ্যপি করেই নেমেছ, হে
থেমোনা কভু, দুঃখে-বিরহে;
আর কিয়দ সম্মুখে হয়ত সিন্ধু
মিলবে জয়ের অপেক্ষিত বিন্দু;
পেছনে তুমি তাদেরই পাবে তখন
জানাতে তোমায় সাদর অভিনন্দন!
সবাই হবে ভক্ত তব চলায়
গর্বে মালা দিবে তব গলায়
সেই বিজয় লক্ষ্য মনে রেখেই
থেমে যেয়োনা, বন্ধু
থেমে যেয়োনা কিছুতেই….

—————————-
মোঃ নাজিম উদ্দিন
lekhokbangladesh.com
লেখকবাংলাদেশ.কম
১৮-০৪-২০০৮

লেখাটি লিখেছেন