তোমার প্রতি কৃতজ্ঞতা, হে রাহমান

Feb 27, 2021 | কবি ও কবিতা | 0 comments

তোমার প্রতি কৃতজ্ঞতা, হে রাহমান…

 

সকালে শুরু হওয়া ঝঞ্ঝাট,
দুপুরের-বিকালের শ্রান্তিশেষে
সন্ধ্যার আলস্যের ঘনঘটায়
বা আঁধার ঘেরা জমিন-আসমান,
তোমায় যেন সাথে পাই, হে রাহমান।

তেমনি, শৈশবের নিষ্পাপতা-শেষে
কৈশোরের দুরন্তপনা সমেত দুপুরে
কত অবাধ্য পাপে কেটেছে বেলা
অপচয়ে সময়, তোমাতে অবহেলা;
এনেছো যৌবনে, পাপময় অসীম
তোমায় সাথে যেন পাই, হে রহিম!

অর্থবিত্ত, গর্ব আর দম্ভে যখন
আছে ডুবে যে সদা মোর মনন;
তোমারে ভুলে বসে ব্যস্ত সাজি,
পুণ্য ভুলে ধরি ক্ষণিকের বাজি!
তবুও রেখেছো দয়ায় ভরপুর,
তোমায় যেন সাথে পাই, হে গফুর!

যতদিন বাঁচি যদি করি শোকরান
তবুও অন্তহীন তব দয়া অফুরান;
অসহায়-অজ্ঞ মোরা, কে বা আলিম?
করুণায় রাখিও সদা, ও হে হালিম;
দয়ার বারিধারা চাই, হে মোর বাসির,
তোমার পানে তৃঞ্চ-হৃদ, হে কাবির।

*****
মোঃ নাজিম উদ্দিন

লেখাটি লিখেছেন