তোমার আলোয় হে, প্রভাত আনো

Dec 22, 2020 | কবি ও কবিতা | 0 comments

তোমার আলোয় হে, প্রভাত আনো

কিছুই কভু কখনো রয় না থেমে
সব মেঘই একদিন বৃষ্টি হয় নেমে;
পরিশ্রম পরাজয়ী বিনাকষ্টে,না ঘেমে
শব্দ গান হয় শুধু সুরেরই প্রেমে।

তবুও আশা কেন না জ্বলে, বলো?
কিভাবে স্বর্ণ হবে না পুড়ে, বলো?
কিভাবে কাঁটাবিনে কমল তুলো?
কোন সুরই কি প্রেমবিনে এলো?

সতত তোমার চাওয়া যথার্থ জানো
জ্বলেই জ্বালাতে হয়, মোমেরে মানো;
তোমার আলোয় হে, প্রভাত আনো
কেন সহজে তুমি আলোটারে টানো?


মোঃ নাজিম উদ্দিন
২৩-১২-২০২০

লেখাটি লিখেছেন