View : 138
 

জীবন যখন শেখায় -পর্ব ৪

২২) এ দেশের কিছু মানুষ বিদেশে বেড়াতে গেলে বিদেশভূমের সকল নিয়ম, বিধি (পরিচ্ছন্নতা বিধি, ট্রাফিক রুল ইত্যাদি) মানেন, কিন্তু স্বদেশে ফিরে এসে কোন নিয়ম বা নিয়মানুবর্তিতা মানতে চান না।

২৩) কিছু স্বদেশি যত্রতত্র মঢলা ও পলিথিন ইত্যাদি ফেলে আর যখন ড্রেন আটকানোর ফলে সড়ক পানিতে নিমজ্জিত হয়, তখন নিজের দোষ ঢাকতে সরকারকেই শুধু দোষারোপ করেন।

২৪) কিছু মানুষ কষ্টের পথ পাড়ি না দিয়ে সাফল্য পেতে চায়, যেমনি চায় কিছু বিশ্বাসী, তারা বেহেশতে যেতে চায়, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায়না!

২৫) অতি কথন, অতি পতন..

২৬) অহংবোধে ধ্বংস বিধে…

২৭) খ্যাতি জাহির করতে গিয়ে অনেকে অনেক গোপনীয় তথ্যই বাহির করিয়া দিয়া থাকে।

—-
চলবে…

মোঃ নাজিম উদ্দিন
মে ২৭, ২০২৪