জীবনমঞ্চ

Aug 3, 2022 | কবি ও কবিতা

View : 63
 

জীবনমঞ্চ

জীবন নামের আজব মাঠে
কত কাজের বাহার!
কেউ ফেলে দেয় খাদ্য কত!
কেউ পায়না আহার!

কেউ বা মজে খেলাধুলায়
কেউ বা করে চাষ,
কেউ বা ছুটে পড়ার টানে
কেউ বা হয় হতাশ।

কারো জন্য ক্ষুধাই সবই
খেতে পারলেই বাঁচে,
কেউ বা বাঁচে বিলাসিতায়
জীবন সাধের ছাঁচে।

কারো জন্য রূপের নদী
আনে ধ্বংসের বান,
পাহাড় হৃদের দৃশ্য তাদের
করে কি আহবান?

কেউ বা ছুটে অন্ন বস্ত্রে
কেউ করে অপচয়,
কেউ ছুটে শেকড় পানে
কেউ ভুলে পরিচয়।

এমনই আজব রঙ্গমঞ্চে
অভিনয় করছি বেশ
কেউ বা সাজে ভাল মানুষ
কেউ নেয় ছদ্মবেশ।

হীরা ফেলে কাঁচটা তুলে
ভুলেই করছি ভুল,
জীবন মঞ্চ অমর ভেবে
ভুলেতেই মশগুল।

জীবনমঞ্চে সফল বা কারারা
কার অভিনয় খাঁটি?
সকল দেহ মিশবে শেষে
মাটিই হবে মাটি।


মোঃ নাজিম উদ্দিন
আগষ্ট ৩, ২০২২